গাজীপুরের গুনীজন প্রয়াত মোসলেম উদ্দীন মোল্লা স্মরণে ইফতার ও দোয়ার আয়োজন 341 0
গাজীপুরের গুনীজন প্রয়াত মোসলেম উদ্দীন মোল্লা স্মরণে ইফতার ও দোয়ার আয়োজন
পীযুষ প্লাবন মিতা:
গাজীপুরের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ ও বিশিষ্ট ব্যবসায়ী জয়দেবপুর কাঁচা বাজার সমিতির সাবেক সভাপতি মরহুম জনাব মোসলেম উদ্দিন মোল্লার বিদেহী আত্মার মাগফিরাত কামনার্থে গতকাল সন্ধ্যায় গাজীপুর সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের নাওজোরস্থ “এরো ইন্টারন্যাশনাল” এর অফিসে স্বাস্থ্যবিধি মেনে ইফতার ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। দোয়ার শেষে ইফতার বিতরণ করা হয়।উল্লেখ্য গত৪ বছর আগে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মোসলেম উদ্দিন মোল্লা মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে স্ত্রী এবং দুই কন্যা সন্তান রেখে যান।সাংস্কৃতিক অঙ্গনে টেলিভিশন এবং অনেক সফল মঞ্চ নাটকে তিনি অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য মঞ্চনাটক" মানুষ বলি কারে" মা আমার মন্দির, মুক্তির স্বাধীনতা। ২০১৬সালের সম্মিলিত সাংস্কৃতিক জোট গাজীপুর জেলা শাখার আয়োজনে নাটক প্রতিযোগীতায় শ্রেষ্ঠ নাটক “মুক্তির সাধীনতায়” গুণী এই অভিনেতা শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন।প্রিয় মোসলেম উদ্দীন মোল্লা ছিলেন একজন গুনী শিল্পী একাধারে সাংবাদিক,একজন ব্যবসায়ী ও সংগঠনমনা মানুষ ।ইফতারী ও দোয়ার আয়োজকরা তার স্মৃতিচারণে আবেগে আপ্লুত হয়ে পড়েন । পীযুষ প্লাবন মিতা বলেন,বহু গুনেগুনানিত্ব সত্যিকারের একজন শিল্পীকে আমরা হারিয়েছি, তিনি ছিলেন অসম্ভব রকমের প্রতিভা সম্পন্ন একজন ভাল মানুষ,তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ছাড়া আর কিছুই করার নেই । উপরাওয়ালার নিকট দোয়া করি ওপারে ভাল থাকুক তিনি ।